DRUG FREE INDIA
গঠনের উপলক্ষে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।
স্থান বংশীহারী ব্লকের ঘলাপুকুর আই সি ডি এস সেন্টারে।
এলাকার যুবকদের নেশা থেকে মুক্ত হয়ে বই পড়ার দিকে ধ্যান দিতে বলা হলো। এছাড়াও বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, নারী ও শিশু পাচার চক্র থেকে বাঁচার উপায়, শিশুদের সুস্বাস্থ্য পঠনপাঠন পরিস্কার পরিচ্ছন্নতা প্রয়োজনে 1098 ও 15100 নং এর ব্যবহার,POSH ACT 2013,
জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের কার্য্যক্রম ও লোক আদালতে কি কি আইনি পরিসেবা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।
আয়োজক - পি এল ভি/অধিকার মিত্র
নাসিম রেজা
জেলা আইনি পরিসেবা কর্তৃপক্ষ
বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর