জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ্যোগে আজ বালুরঘাট ব্লক এর বানিয়াপাড়া এলাকায় আইনি সচেতনতা বিষয়ক প্রচার করা হয় এবং নেশা মুক্তি সমাজ গঠন বিষয়ে আলোচনা, শিশু ও নারী সুরক্ষা বিষয় নিয়ে আলোচনা, victim compensation, free services from DLSA, লোক আদালত হইতে কি কি সুবিধা পাওয়া যাবে তা নিয়ে আলোচনা করা হলো শিবিরের আয়োজক plv/ Adhikar mitro Dipali kahar. Balurghat block, Dakshin Dinajpur