Search This Blog

Tuesday, December 9, 2025

Success story

আজ ইংরেজির 05.12.2025 তারিখে একটি অল্প বয়সের মেয়ের বিয়ের কথা হয় আমি জানতে পারিআমি সঙ্গে সঙ্গে 1098 কল করি এবং সম্পূর্ণ তথ্যটা দেই এবং সঙ্গে সঙ্গে সেই কলটি 112 ফরওয়ার্ড করে দেয় এবং সেখানে পুলিশ গেলে পুলিশকে চোখে ধুলো দিয়ে কোনোভাবে ভুল প্রমাণ করে ঠিক সন্ধ্যেবেলা একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে এবং বলে যে সেই মেয়েটির বিয়ে হচ্ছে। আমি সঙ্গে সঙ্গে চাইল্ড হেলপ লাইট কে জানাই এবং থানায় ছুটে যায় ডিউটি অফিসারের সাথে কথা বলি তার সাথে থানার আইসি সাহেবসাথে এবং তাদেরকে সবগুলো ব্যাপারটি বুঝিয়ে থানার গাড়ি পাঠাতে বলা হয় এবং আমিও মেয়ে এরবাড়িতে গিয়ে পৌঁছায় তারপরে সেই নাবালিকা মেয়েকে উদ্ধার করে বালুরঘাট থানায় আনা হয় তারপরে মালদা সিডব্লিউসি-তে অনলাইন প্রোডাকশন করি এবং সেখানে সম্পূর্ণ তথ্য দেই এবং তাহারা সিদ্ধার্থ দেয় যে মেয়েটি মালদা হোম


থাকবে।  তারপরে বালুরঘাট হাসপাতালে দিয়ে গিয়ে মেডিকেল করানো হয়। এবং মালদা হোম
পাঠানো হয়।
আয়োজক
Soma Paul saha 
Adhikar Mitra 
District legal services authority