Search This Blog

Thursday, December 11, 2025

Photo from GOLAM RABBANI

দক্ষিণ  দিনাজপুর  জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ‍্যোগে   গঙ্গারামপুর ব্লকের জাহাঙ্গীরপুর জিপি অফিসে  শিবির করে  বিশ্ব এইডস দিবস এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর পরিষেবা গুলি প্রচার করা হলো, 
আজ 01 -12-2025,
   বিশ্ব এইডস দিবস হলো আন্তর্জাতিক দিবস , এইচআইভি সংক্রমণের জন্য এইডস মহামারী ছড়িয়ে পড়ার বিরুদ্ধে সচেতন করা , ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১ ডিসেম্বর দিনটি কে বেছে নেওয়া হয় ।
   Legal Services Authority  act 1987  মাধ্যমে  সাধারণ মানুষরা  কিভাবে  আইনি সাহায্য  পাবে  সেই বিষয়ে  আলোকপাত  করা হলো, 
                

    ১৩ ই ডিসেম্বর ২০২৫ লোক আদালতের মাধ্যমে  কি কি সুবিধা  পেতে পারেন, সেই  বিষয়ে  আলোকপাত  করা হলো। 
 দাম্পত্য  কলহ, পারিবারিক  বিবাদ, সম্পত্তি  সংক্রান্ত  বিরোধ ,  দুর্ঘটনা  জনিত  ক্ষতিপূরণ  দাবি ,  বীমা  ও ঋণ সংক্রান্ত বিরোধ  প্রভৃতি  দেওয়ানী মামলার  বিচার  হয় এবং  কম খরচে দ্রুত  নিষ্পত্তির সম্ভাবনা  থাকে। 
     
    কিভাবে  লোক  আদালতের মাধ্যমে  মামলা  নিষ্পত্তি  করা যাবে, বিস্তারিত  জানতে বিকল্প  বিবাদ নিষ্পত্তি  কেন্দ্র  ( জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  ) বালুরঘাট কোর্ট  চত্বর , দক্ষিণ  দিনাজপুর,
      এবং  
মহকুমা আইনি পরিষেবা কমিটি , গঙ্গারামপুর মহকুমা আদালত   বুনিয়াদপুর  এ যোগাযোগ  করার পরামর্শ  দেওয়া  হলো , 
এছাড়াও বাল্য বিবাহ, মানব পাচার, শিশু শ্রম বিষয়ে আলোচনা করা হলো,
  
         :  আয়োজক : 
     GOLAM RABBANI
 ( Adhikar Mitra/PLV )
District Legal Services  Authority,
 Dakshin Dinajpur