বাল্যবিবাহ নিয়ে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল। সমজিয়া গ্রাম পঞ্চায়েত কুমার গঞ্জ ব্লক। উপস্তিত ছিলেন জেলা আইনি পরিষেবা কতৃপক্ষের সেক্রেটারি কেয়া বালা মহাশয়া, পঞ্চায়েত প্রধান ধনো রায়, মেম্বারগন, আই সি ডি এস কর্মি। পি এল ভি মোক্তারুল মন্ডল, সাধন বর্মন, নিতু মজুমদার।