Search This Blog

Friday, November 7, 2025

Success story

নাবালিকাটির নাম ঝুমা সরকার বাবা কমল সরকার বাড়ি বংশীহারী থানার শেরপুর এলাকায় মেয়েটিকে ৫ তারিখে তার বাবা এবং মা চুরির অপবাদ দিয়ে মেয়েটিকে বাড়ি থেকে বার করে দেয় এবং মেয়েটি ওই রাতে তার জেঠুর বাড়িতে আশ্রয় নেয় কিন্তু তার জেঠু বলে যে তাকে এক রাতের বেশি রাখতে পারবে না, তারপর ৬ তারিখে ঝুমা সরকারের জেঠু তাকে বাড়ি থেকে বের করে দেয়। তারপর মেয়েটি আশ্রয় নেওয়ার জন্য তার স্কুলের এক ম্যাডামের কাছে যায় কিন্তু ম্যাডাম বাড়িতে না থাকার কারণে ওই নাবালিকা মেয়েটি ম্যাডামকে এক বান্ধবীর মোবাইল থেকে ফোন করে সম্পূর্ণ বিষয়টা খুলে বলে তারপর ওই নাবালিকার ম্যাডাম আমাকে (অধিকার মিত্র/ পি এল ভি নাসিম রেজা) জানায় এবং আমি নিজেও ওই নাবালিকাটির সঙ্গে কথা বলি এবং ৬ তারিখ রাত্রিটা তার বান্ধবী বাড়িতে আশ্রয় নেয় মেয়েটি। 
এমত অবস্থায় আমি আজ সকালে বংশীহারী থানাতে যাই এবং বংশীহারী থানার বড়বাবুর সঙ্গে কথা বলি এবং বড়বাবু জানায় যে সেই নাবালিকার বাবা ৬ তারিখ সন্ধ্যায় বংশীহারী থানায় এ নাবালিকার নামে মিসিং ডায়েরি করে । তারপর ঐ নাবালিকা মেয়েটি কে আজ উদ্ধার করে CWC তে পাঠানো হয়।

অধিকার মিত্র/ পি এল ভি
             নাসিম রেজা 
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ
 বালুরঘাট, দক্ষিন দিনাজপুর