ইং11.11.2025 তারিখে একটি চাইল্ড ম্যারেজ আটকানো হয়েছিল বালুরঘাট ব্লকের ছেলের নাম আকাশ মহন্ত বয়স্ক কুড়ি বছর। পিতা নিরঞ্জন মহন্ত মা শিখা মহন্ত বাড়ি শান্তিময় ঘোষ কলোনি। পোস্ট অফিস বালুরঘাট থানা বালুরঘাট জেলা দক্ষিন দিনাজপুর উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ ও জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার।