আজ ইংরেজি 20.11.25 তারিখে বালুরঘাট ব্লকে পতিরাম পঞ্চায়েতের শহরতলী এলাকায় একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল সেখানে উপস্থিত ছিলেন স্থানীয় বাসিন্দারা আলোচ্য বিষয় ছিল চাইল্ড ম্যারেজ চাইল্ড ট্রাফিকিং পস ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন পরিষেবা মলক কাজকর্ম। আয়োজক সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার। অধিকার মিত্র