Search This Blog

Monday, November 24, 2025

LAC

দক্ষিণ  দিনাজপুর - জেলা  আইনি পরিষেবা কর্তৃপক্ষ  এর উদ‍্যোগে দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর  নির্দেশে  বালুরঘাট  ব্লকের  আইনা পারা আংান্বারির শিশু  ও আভিভাবকদের নিয়ে   শিশু দিবস   পালন করা হলো,

  
   আজ 14- 11 - 2025
      দেশের  প্রথম  প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল  নেহরুর জন্মদিনে  শ্রদ্ধার্ঘ জানাতেই শিশু  দিবস  হিসেবে  চিহ্নিত   হয়েছে ।
     দেশের  ভবিষ্যৎ  গঠনে  শিশুদের  গুরুত্বকে মনে করেই ১৪ ই নভেম্বর  শিশু  দিবস  পালিত  হয়। শিশুদের  অধিকার  সম্পর্কে  সব মানুষ কে সচেতন  করা হয়। শিশুরা যাতে সঠিক শিক্ষা  পায়, দেশের  সংস্কৃতি  সম্পর্কে  শিক্ষা  পায়,  পাশাপাশি  শিশুদের  সঠিক  পুষ্টির প্রয়োজনীয়তা  তুলে ধরা হয় । 
 
    শিশুদের  সু সাস্থ্য , শিশুদের  পুষ্টি , পরিস্কার পরিচ্ছন্নতা , বাল‍্য বিবাহ,  কুসংস্কার , শিশুশ্রম, যৌন  নির্যাতন, শিশু পাচার বিষয়ে  সচেততামূলক প্রচার করা হলো,
                               আয়োজক  PUJA DAS,SOMA PAL SAHA AND TAPAN  MAJUMDER