গ্রামের নাম যাঁচী। গঙ্গারামপুর ব্লক। একটি প্রতিবন্ধী শিশু সহ একই পরিবারের চার টি শিশুর অপারেশন করতে হবে। কিন্তু পারিবারিক স্বাস্থ্যসাথী কার্ড এ নাম না থাকায় তা সম্ভব হচ্ছিল না। বালুরঘাট ডি,এন,ও,অফিস থেকে এর সুরাহা করা হলো। ব্যবস্থাপনায় পি এল ভি/অধিকার মিত্র আব্দুল রশিদ মিঞা অধীন দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।