বিশেষ সূত্রে খবর পেয়ে বাল্যবিবাহ বন্ধ করা হলো ,স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন গচিয়ার। ছেলে ; বিপাশ চন্দ্র দাস বয়স ২১ হলেও নাবালিকা প্রতিমা রবি দাসকে নিজ বাড়িতে বিবাহের উপলক্ষে এনে রেখেছে। বিশেষ সূত্রে খবর পেয়ে গঙ্গারামপুর থানার পুলিশ ডি এল এস এর প্রতিনিধি গন ও শক্তি বাহিনীর প্রতিনিধির উপস্থিতিতে বাল্যবিবাহ বন্ধ করা হলো। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার এএসআই আব্দুল হা