দক্ষিণ দিনাজপুর জেলা পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ইংরেজি ১২ই সেপ্টেম্বর ২০২৫ তারিখে ফরেস্ট এলাকায় মিস্ত্রি দের নিয়ে আয়োজন করা হল । আলোচনা বিষয়বস্তু হলো জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন কার্য সমূহ, বিনামূল্যে কি কি সুবিধা পেতে পারে , মধ্যস্থতা ও লোক আদালত সম্পর্কে ও বিভিন্ন বিষয়ে আলোচনা করা। আয়োজক পি এল ভি তন্দ্রা রায় ও শুভঙ্কর অধিকারী।

Thanks and Regards,
Tandra Roy.