আজ ইংরেজি 17.09.25 তারিখে একটি বাল্যবিবাহ আটকানো হয়েছে বালুরঘাট ব্লকের অমৃত খন্ড পঞ্চায়েতের মালঞ্চা এলাকায় নাবালিকা মেয়েটির নাম পূজা দেবনাথ বয়স 15 বছরপিতা জয়ন্ত দেবনাথ মা তা প্রতিমা দেবনাথ বাল্যবিবাহ সম্পর্কে বলা হয় এবং একটি মুছ লেখা নেওয়া হয় এবং মেয়েটিকে আগামীকাল চাইল্ড হেল্প লাইনে আসতে বলা হয়েছে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চাইল্ড হেল্পলাইনে সদস্য ও জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র সোমা পাল সাহা ও টুম্পা সরকার।
