আজ ইংরেজির 05.09.25 তারিখে গোপন সূত্রে খবর পেয়ে একটি বাল্যবিবাহ আটকানো হয়েছে বালুরঘাট ব্লকের বাঘা যতীন কলোনি এলাকায়। নাবালিকার নাম বর্ষা রাউথ পিতা খোকন রাউত মাতা পুনম রাউথ বাড়ির লোকজনদের সাথে কথা বলা হয় চাইল্ড ম্যারেজ কুফল সম্পর্কে আলোচনা করা হয় এবং সেই ব্যাপারে তারা অবগত হন এবং জানান যে ১৮ বছরের নিচে মেয়ের বিয়ে দেবে না আগামীকাল চাইল্ড হেল্প লাইনে আসতে বলা হয়েছে। উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের অধিকার মিত্র সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার
