ভ্রাতৃত্ব ও বন্ধুত্ব বোধকে অটুট রাখতে আজ 9ই আগষ্ট 2025 পালিত হলো রাখি বন্ধন উৎসব আয়োজনে দ দিনাজপুর জেলা আইনী পরিসেবা কর্তৃপক্ষের পক্ষে পার্শ্ব আইনী সেচ্ছাসেবক/ অধিকার মিত্র আনারুল ইসলাম। আলোচনা উপস্থাপিত হলো DLSA এর কার্যাবলী ও সাম্প্রদায়িক সম্প্রীতির বিষয়ে।