দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের অধীন নন্দন পুর পঞ্চায়েতের স্ব নির্ভর দলের সদস্যরা দের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। বিশেষ করে Mediation for the Nation, বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর থেকে বাঁচার উপায়, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি,15100 ও 1098 নং এর প্রচার, মানব কল্যাণে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা ও লোক আদালতে কি কি আইনি পরিসেবা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক আব্দুল রশিদ মিঞা পি এল ভি (অধিকার মিত্র) অধীন দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষ।
তাং ইং 18/08/2025
তাং ইং 18/08/2025