বিদ্যালয় ছুট বিশ্বনাথ হাঁসদা কে বিদ্যালয়ে ভর্তি করালো দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ :-
-------------
বিশ্বনাথ হাঁসদা
পিতা- অমল হাঁসদা
মাতা- জোসনা মার্ডি
গ্রাম- পার্বতীপুর
পোস্ট - প্রান সাগর
থানা - গঙ্গারামপুর,
পাড়ায় পাড়ায় শিবির ও বাড়ি বাড়ি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের প্রচারে গিয়ে গঙ্গারামপুর ব্লকের চালুন জিপির পার্বতীপুরে বিশ্বনাথ হাঁসদা বিদ্যালয় ছুট জানার পর দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাননীয়া সেক্রেটারি ম্যাডাম এর দৃষ্টি আকর্ষণ করা হলে, মাননীয়া সেক্রেটারি ম্যাডাম কেয়া বালা মহাশয়ার নির্দেশে আজ 26- 08 -2025 এ মির্জাপুর জুনিয়র হাই স্কুলে ভর্তি করা হলো।
বিশ্বনাথ হাঁসদা প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করার পর আর্থিক কারনে ও ভবঘুরে হয়ে যাওয়ার ফলে আর পড়াশোনা করিনি, ভবঘুরে হয়ে পড়ে । বিষয়টি নজরে আসা মাত্র
আজ মির্জাপুর জুনিয়র হাই স্কুলে মাননীয়া সেক্রেটারি ম্যাডাম কেয়া বালা মহাশয়ার নির্দেশে আমি অধিকার মিত্র তথা পি এল ভি গোলাম রাব্বানী বিশ্বনাথ হাঁসদা কে ষষ্ঠ শ্রেণিতে দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ভর্তি করাই ।
আগ্রহ বাড়ানোর জন্য কয়দিন ধরে বার বার বাড়ি গিয়ে অভিভাবক ও বিশ্বনাথ কে বিদ্যালয় মুখি করা চেষ্টা করেছিলাম ।
বিদ্যালয়ে ভর্তি হতে পেরে এবং জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে পড়াশোনার আগ্রহ বাড়ানোর খাতা কলম সহ পড়াশোনার সামগ্রী পেয়ে বিশ্বনাথ হাঁসদা ও পরিবার প্রচণ্ড খুশি এবং দক্ষিণ দিনাজপুর - জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ কে ধন্যবাদ জানালেন ।
আরও ধন্যবাদ জানালেন, অভিনব ,উদ্যোগে টোটো চালিয়ে বিদ্যালয় এ নিয়ে এসে ভর্তি করে টোটো চালিয়ে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য ।
ভর্তি করা সহ পরিবার এবং বিদ্যালয়ের যোগাযোগ কারি --
গোলাম রাব্বানী
(অধিকার মিত্র /পি এল ভি )
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ,
দক্ষিণ দিনাজপুর