ইংরেজি গত 28.08.25 তারিখে একটি চাইল্ড ম্যারেজ আটকাতে যাওয়া হয় বালুরঘাট ব্লকের চকভূগু পঞ্চায়েতের বেললাইন সিং পাড়া বাড়িতে কেউ ছিলেন না তালা বন্ধ ছিলো সেখানে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চাইল্ড হেল্প লাইন ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পি এল ভি সোমা পাল সাহা ও সুপ্রিয়া সরকার
