দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতের টেপরিদহ এলাকায় এক আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লক,CDPO/CMPO, পঞ্চায়েত প্রধান ও সেক্রেটারি, অধিকার মিত্র/ পি এল ভি নাসিম রেজা ও এলাকার লোকজন।।
সেখানে আলোচ্য বিষয় ছিল - মধ্যস্থতার প্রচার, বাল্যবিবাহ, শিশু ও নারী পাচার প্রতিরোধ,DLSA এর কাজ কর্ম, E- SEBA KENDRA এর সুবিধা , NALSA এর টোল ফ্রি নম্বর 15100 ।
আয়োজক অধিকার মিত্র/পি এল ভি
নাসিম রেজা
জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ