Sunday, July 13, 2025

Stop child marriage

 কাল 12/7/25 তারিখ গোপন সূত্রে খবর পেয়ে  1098  চাইল্ড হেল্প লাইন এ খবর দিয়ে, পাতিরাম থানার পুলিশ, চাইল্ড হেল্প লাইন , পূজা দাস, সোমা পাল সাহা ও জয়ন্তী মাহাতো (পি এল ভি/ অধিকার মিত্র) সহ ফরিদপুরে যাওয়া হয়। কিন্তু মেয়ে টিকে ও তার পরিবারের সদস্যদের ও পাওয়া যায় না । তাই  এলাকার মেম্বার ও আসা দিদি কে বলা হয়  মেটিকে নিয়ে যাতে পর দিন চাইল্ড হেল্প লাইন অফিসে  আসে ।

LLC

আজ 13/7/25 নামাবঙ্গি আদিবাসী পাড়ার মহিলাদের নিয়ে জেলা আইনি কর্তৃপক্ষের তরফ থেকে একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা  🔹আলোচ্য বিষয়: মিডিয়...