দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের উদ্যোগে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন যদুখাড়ি ICDS CENTER NO 509 । বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার সহPOSH Act 2013,পক্স আইন, শিশু পাচারকারীর খপ্পরে না পড়া, পরীযায়ী শ্রমিকদের বিভিন্ন সমষ্যা, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি, মানব কল্যাণে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা ও লোক আদালতে কি কি আইনি পরিসেবা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি (অধিকার মিত্র) আব্দুল রশিদ মিঞা। তাং ইং 18/07/2025