আজকে একটি আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয় বংশীহারী থানার শিবপুর মিলপাড়া এলাকায় সেখানে উপস্থিত ছিলেন কিশোর / কিশোরী, অঙ্গনারী ওয়ার্কার ও এলাকার লোকজন । সেখানে আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ, শিশু ও নারী পাচার, Mediation এর প্রচার করা হয় ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের কাজকর্ম সম্পর্কে তাদের জানানো হয় ।
আয়োজক