১৫ ই জুন বিশ্ব প্রবীণ (বয়স্ক) নির্যাতন সচেতনতা দিবস উপলক্ষে জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ দক্ষিণ দিনাজপুর এর পক্ষ থেকে একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হলো তপন ব্লক এলাকায়। উক্ত শিবিরে প্রবীণ এবং সাধারণ মানুষেরা DLSA এবং SDLSC তে কি কি ধরনের সুবিধা পেতে পারে সে নিয়ে আলোচনা করা হলো। প্রবীণেরা কোনোভাবে নির্যাতিত বা প্রতারিত হলে কি কি পদক্ষেপ গ্রহণ করবে সে বিষয়ে আলোকপাত করা হলো।