International Day of Action for Women,s Health. উপলক্ষে গঙ্গারামপুর ব্লকের অধীন 9 নং চালুন অঞ্চলের প্রত্যেক সংসদের BOD দের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। বিশেষ করে নিজ নিজ এলাকায় বাল্যবিবাহ যেন না হয় সে বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও মানব পাচারকারীর খপ্পরে না পড়া, পরীযায়ী শ্রমিকদের বিভিন্ন সমষ্যা, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি, মানব কল্যাণে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা, ও লোক আদালতে কি কি আইনি পরিসেবা পাওয়া যায় ইত্যাদি ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।
আয়োজক পি এল ভি (অধিকার মিত্র) আব্দুল রশিদ মিঞা।
তাং ইং 28/05/2025
আয়োজক পি এল ভি (অধিকার মিত্র) আব্দুল রশিদ মিঞা।
তাং ইং 28/05/2025