Search This Blog

Friday, May 23, 2025

Photo from Abdul Rashid Sarkar

দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের উদ্যোগে দক্ষিন দিনাজপুর জেলা বাল্যবিবাহ মুক্ত করতে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন ফুলবাড়ী আই সি ডি এস সেন্টার নং 417 ।এ ছাড়াও শিশুর অধিকার, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, পরীযায়ী শ্রমিকদের বিভিন্ন সমষ্যা, সরকারি বিভিন্ন প্রকল্প থেকে সুবিধা না পেয়ে থাকলে পাওয়ার কৌশল। টোল ফ্রি নম্বর 1098 ও 15100 নং এর প্রচার, মানব কল্যাণে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা, ও লোক আদালতে কি কি আইনি পরিসেবা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।
তাং ইং 23/05/2025 উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের 1st ANM 2nd ANM আশা কর্মি,অঙ্গন ওয়াড়ী দিদিমনি, হেল্পার ও এলাকার মানুষ।
আয়োজক পি এল ভি (অধিকার মিত্র) আব্দুল রশিদ মিঞা।