দক্ষিন দিনাজপুর জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের উদ্দোগে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।স্থান 10 নং উদয় জিপিএর অধীন পুলিন্দা গ্রামের ছাতরা পাড়া অঙ্গন ওয়াড়ীসেণ্টারে। বিশেষ করে বাল্যবিবাহের কু ফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া, পরীযায়ী শ্রমিকদের বিভিন্ন সমষ্যা, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি,মানব কল্যাণে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভূমিকা, আগামী 10 মে 2025 জাতীয় লোক আদালতে আইনী সুবিধা পেতে সময় মতো আবেদ করতে বলা হয়। উপস্থিত ছিলেন দিদিমনি,হেল্পার ও এলাকার মানুষ। তাং ইং 07/04/2025 আয়োজক পি এল ভি/অধিকার মিত্র আব্দুল রশিদ মিঞা।