আজ ইং 29/04/2025 তারিখ দক্ষিণ দিনাজপুর জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের নির্দেশে হিলি ব্লকের অন্তর্গত ফতেপুর গ্রামে Door to door Legal awareness camp করা হল। উক্ত ক্যাম্পে সাধারণ মানুষ জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের দ্বারা কীভাবে আইনী পরামর্শ ও আইনী সাহায্য পাবে সেই বিষয়ে আলোচনা করা হল। এছাড়াও বাল্য বিবাহের কুফল , নাড়ী পাচার ইত্যাদি বিষয়ে সচেতন করা হল।
পি.এল.ভি/অধিকার মিত্র - বিজয় বর্মন
*জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষ, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর।*
তাং - 29/04/2025