জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ বালুরঘাট ব্লকে ডাঙ্গা পঞ্চায়েতে অধীনে আইসিডিএস সেন্টার এ একটি ক্যাম্প আয়োজন করা হয়েছিল বিষয় ছিল গুডটাচ ব্যাট টাচ ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের পরিষেবা মূলক কাজকর্ম উপস্থিত ছিলেন আইসিডিএস সেন্টারের দিদিমণি হেল্পার ও মায়েরা, আয়োজক পি এল ভি তপন মজুমদার