চাইল্ড হেলপ্লাইন মারফত খবর পেয়ে আজ একটি বাল্যবিবাহ আটকানো হল নাবালিকার নাম তনুশ্রী মন্ডল বয়স ১৬ বছর। পিতা সমীর মন্ডল মাতা স্বপ্না মন্ডল। বালুরঘাট ব্লক থেকে। নাবালিকা কে উদ্ধার করে বালুরঘাট থানায় আনা হয় সিডাব্লিউসিতে প্রোডাকশন করানো হবে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ চা চাইল্ড হেল্পলাইনে সদস্য ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষে অধিকার মিত্র সোমা পাল সাহা ও তন্দ্রা রায়