Search This Blog

Tuesday, April 22, 2025

আইনি সচেতনতা শিবির 2204/25

অদ্য ইং 22/04/25 তারিখে কুশমন্ডি থানার কচড়া উচ্চ বিদ্যালয় একটি আইনি সচেতনতা শিবির করা হয়। উক্ত শিবিরে বাল্য বিবাহ, শিশু পাচার,বধূ নির্যাতন, ও জেলা আইনী পরিষেবার কার্যাবলী বিষয় নিয়ে আলোচনা করা হয়। উক্ত শিবিরে উপস্থিত ছিলেন শক্তি বাহিনী, চাইল্ড হেল্প লাইন, বিএসএফ, BPHC ,ইউনি সেফ ,ও হাসপাতাল কর্তৃপক্ষ এবং DLSA এর পক্ষ থেকে PLV আজিজার রহমান ও পারুল পারভিন।