25.03.2025 তারিখে একটি আইনের সচেতনতা শিবির করা হলো খাঁপুর আইসিডিএস স্কুলে সমস্ত অঙ্গনওয়াড়ি ওয়ারকারদের এবং সুপারফাস্ট যেতে নিয়ে আলোচ্য বিষয় ছিল শিশু পাচার শিশু সুরক্ষা যে সমস্ত শিশুর বাবা অথবা মা নেই সেই সমস্ত শিশু কি কি সুবিধা পাবে এবং সে সমস্ত সুবিধা পাওয়ার জন্য কি কি লাগবে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয় আয়োজক
অধিকার মিত্র
যুথিকা বর্মন