Photo from GOLAM RABBANI

দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর উদ‍্যোগে গঙ্গারামপুর ব্লকের আর্থিক ও সামাজিক ভাবে পিছিয়ে পড়া প্রত‍্যন্ত এলাকায় শিবির করে করে প্রচার, জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ এর লিফলেট বিতরণ করা হলো 
আজ 30 -01-2025
  
    
   Legal Services Authority act 1987 মাধ্যমে সাধারণ মানুষরা কিভাবে আইনি সাহায্য পাবে সেই বিষয়ে আলোকপাত করা হলো, 
                

    ৮ই মার্চ ২০২৫ লোক আদালতের মাধ্যমে কি কি সুবিধা পেতে পারেন, সেই বিষয়ে আলোকপাত করা হলো। 
 দাম্পত্য কলহ, পারিবারিক বিবাদ, সম্পত্তি সংক্রান্ত বিরোধ , দুর্ঘটনা জনিত ক্ষতিপূরণ দাবি , বীমা ও ঋণ সংক্রান্ত বিরোধ প্রভৃতি দেওয়ানী মামলার বিচার হয় এবং কম খরচে দ্রুত নিষ্পত্তির সম্ভাবনা থাকে। 
     
    কিভাবে লোক আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তি করা যাবে, বিস্তারিত জানতে বিকল্প বিবাদ নিষ্পত্তি কেন্দ্র ( জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ ) বালুরঘাট কোর্ট চত্বর , দক্ষিণ দিনাজপুর,
      এবং  
মহকুমা আইনি পরিষেবা কমিটি , গঙ্গারামপুর মহকুমা আদালত বুনিয়াদপুর এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হলো , 
  
         : আয়োজক : 
       GOLAM RABBANI
     ( Adhikar Mitra/PLV )
District Legal Services Authority,
 Dakshin Dinajpur
PLV Duty Roaster July 2024