National Voters Day

গতকাল ইং 25.01.2025 তারিখে জাতীয় ভোটার দিবস পালিত হল বংশীহারী ব্লকে। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের বিডিও মাননীয়া শ্রীমতি পূজা মীনা (IAS) মহাশয়া , উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের জয়েন্ট বিডিও, অনান্য ব্লক স্টাফ, বিভিন্ন স্কুলের ছাত্র ও ছাত্রী ও পি এল ভি নাসিম রেজা।
সেখানে ছাত্র ও ছাত্রীদের বাল্যবিবাহ সম্পর্কে অবগত করা হয়।
PLV Duty Roaster July 2024