দক্ষিন দিনাজপুর জেলা বাল্যবিবাহ মুক্ত জেলা হিসেবে পরিচিতি পাইবার লক্ষ্যে রাজমিস্ত্রি এবং টোটো চালোকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো। স্থান গঙ্গারামপুর ব্লকের অধীন ফুলবাড়ী এলাকা। বাল্যবিবাহের কু ও তার প্রতিকার এর বার্তা টি গ্রাম গঞ্জ সব জায়গায় পৌঁছে দেবার আহবান জানানো হয়। এছাড়া নারী ও শিশু পাচার চক্রের হাত থেকে রক্ষা পাবার বিভিন্ন কৌশল, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, ডেঙ্গু প্রতিরোধে করণীয় কি,সমাজ কল্যানে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভুমিকা ও লোক আদালতে কিকি আইনি সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো। আয়োজক পি এল ভি/অধিকার মিত্র আব্দুল রশিদ মিঞা। তাং ইং 26/12/2024