আজ 22/11/24 বালুরঘাট জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ থেকে কুরমাইল হাই স্কুলের ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকাদের নিয়ে একটি আইনের সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো এই শিবিরে আইনি পরিষেবা কর্তৃপক্ষের সেক্রেটারি মহাশয়া কেয়া বালা ও অফিসকর্মী প্রতিম কর্মকার উপস্থিত ছিলেন । উক্ত শিবিরের আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ নারী পাচার শিশু পাচার, যৌন উৎপীড়ন এ ছাড়া বিভিন্ন আইনি পরিষেবা।
আয়োজক পূজা দাস সোমা পাল সুপ্রিয়া সরকার ও তন্দ্রা রায়। PLV /Adhikari Mitra।