✫ এই ব্লগটি শুধুমাত্র আইনি পার্শ্ব সেবক / সেবিকা গনের শিবিরের তথ্য দেখবার জন্য ব্যবহৃত ✫
9ই নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস
আজ 9ই নভেম্বর জাতীয় আইনি পরিষেবা দিবস উপলক্ষে এক সচেতনতা শিবির এর আয়োজন করা হয়। বংশীহারী ব্লকের কুশকারী কে বি বি এস হাই স্কুলে। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের সমস্ত পি এল ভি নাসিম রেজা,তাজমুল ইসলাম,সম্পা মন্ডল সরকার ও আফতাব হোসেন।