Search This Blog

Friday, September 27, 2024

Llc

জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের তরফ থেকে বালুরঘাট ব্লকের একটি প্রাইমারি স্কুলে ছোট ছোট বাচ্চাদের নিয়ে লিগেল অ্যাওয়ারনেস ক্যাপ করা হলো তাতে বাচ্চাদের গুড টাচ ,ব্যাড টাচ ,চাইল্ড ট্র্যাপিং, পুষ্টিকর খাদ্য কি,পরিষ্কার-পরিচ্ছন্নতা কি করে করতে হয় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হলো ক্যাম্প আয়োজক হিসেবে পূজা দাস ও সোমা পাল সাহা। উপস্থিত ছিলাম।