Legal awareness camp

Respect madam,
                               জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে আজ ইংরাজি ১০ ৯ ২০২৪ তারিখে বালুরঘাট ব্লকের নদী পার উচ্চ বালিকা বিদ্যালয় একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল যার আলোচ্য বিষয় ছিল চাইল্ড ম্যারেজ শিশু পাচার মানব পাচার ইভটিজিং ও জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন পরিষেবা মূলক কাজকর্ম। উপস্থিত ছিলেন স্কুলের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকা গণ ও ছাত্রীরা আয়োজক পিএলভি তন্দ্রা রায়, সোমা পাল , সুপ্রিয়া সরকার।
                                Thank and regards 
                                   তন্দ্রা রায় 
PLV Duty Roaster July 2024