আজকে একটি আইনি সচেতনতা শিবিরের আয়োজন করা হয় বংশীহারী ব্লকের গাঙ্গুরিয়া গ্রাম পঞ্চায়েতে। সেখানে আলোচ্য বিষয় ছিল বাল্যবিবাহ শিশু ও নারী পাচার এবং জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষের কাজকর্ম সম্পর্কে। সেখানে উপস্থিত ছিলেন বংশীহারী ব্লকের জয়েন্ট বিডিও ,সভাপতি ও পি এল ভি নাসিম রেজা।