গত 22/09/2024 সন্ধ্যায় ফুলবাড়ী মালঞ্চা রেললাইন থেকে এক তিন মাসের পুত্রসন্তান সহ গৃহবধূর আত্মহত্যার হাত থেকে বাঁচানো হলো। ফুলবাড়ী ফোনালাপে বিষয়টি টের পাওয়া যায়। সত্যতা যাচাইয়ের জন্য রেলাইনে গিয়ে প্রথমে গার্ড ম্যানের নজরে আনা হলে বলেন রামপুর থেকে রেল ছেড়েছে আপনারা দেখুন। এদিকে মহিলাটি রেললাইন ধরে পূর্ব দিকে বহু দুর। দৌড়ে গিয়ে প্রথমে শিশু টিকে কেড়ে নেওয়া হয় পরে তাক�