গঙ্গারামপুর ব্লকের অধীন ১০ নং উদয় জি পি অফিসে জমির জল নিকাশন এবং জমিজমা সংক্রান্ত পর পর দুটি বিবাদ মিমাংসা য় বসা হয়েছিল।প্রথমটি মিমাংসা হলেও দ্বিতীয় টির দ্বিতীয় পক্ষ উপস্থিত না হওয়ায় মিমাংসা হয়নি।এর জন্য আর এক দিন বসা হবে বলে জানানো হলো। তাং ইং 12/08/2024 আয়োজক পি এল ভি আব্দুল রশিদ মিঞা।