✫ এই ব্লগটি শুধুমাত্র আইনি পার্শ্ব সেবক / সেবিকা গনের শিবিরের তথ্য দেখবার জন্য ব্যবহৃত ✫
আইনি সচেতনতা শিবির 29/08/24
অদ্য ইং 29/08/24 তারিখে কুশমান্ডী এলাকার লক্ষ্মীপুরে ক্ষেত মজুর শ্রমিকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয়। আলোচ্য বিষয় নারী পাচার, শিশু শ্রমিক, বাল্য বিবাহ, গারস্থ হিংসা এই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। PLV আজিজার রহমান।