গতকাল চার লাইন মারফত খবর পেয়ে যে বাল্যবিবাহ বন্ধ করা হয় ,সেখানে বাচ্চা মেয়েটিকে খুঁজে পাওয়া যায় না সেই কারণে বারবার তাদের বলা হয় এবং তাদের উপর পুলিশ দ্বারা নজর রেখে আজ মেয়ে টি রেস্কিউ করা হয় এবং সি ডাব্লু সি মাধ্যমে মালদা হোমে মেয়েটিকে রাখার ব্যবস্থা করা হয়। উক্ত কর্মে চার লাইন বালুরঘাট থানার পুলিশ কর্মী এবং পি এল ভি পূজা দাস ও সোমা পাল সাহা উপস্থিত ছিলেন