বাল্যবিবাহ আটকানো হলো

গোপন সূত্রে খবর পেয়ে আজ ২৫/৭/২০ ২৪ তারিখে বালুরঘাট ব্লকে একটি চাইল্ড ম্যারেজ আটকানো হলো নাবালিকা শিশুর নাম সঙ্গীতা হালদার বয়স ১৬ বছর পিতা স্বপন হালদার বাড়ি ডায়েরি ফার্ম বিবেকানন্দ পল্লী পিও পিএস বালুরঘাট। নাবালক শিশুর পরিচয় পাপাই হালদার বয়স ১৭ বছর। পিতা মৃত বাপি হালদার বাড়ি খিদিরপুর হালদারপাড়া। নাবালক শিশু ও নাবালিকা কে উদ্ধার করে এনে বালুরঘাট থানায় আনা হয়েছে এবং পরে সিডাব্লিউসিতে প্রডিউস করানো হবে।বাল্যবিবাহ আটকাতে উপস্থিত ছিলেন বালুরঘাট থানার পুলিশ ও চাইল্ড হেল্প লাইন ও জেলা আইনে পরিষেবা কর্তৃপক্ষের পি এল ভি সোমা পাল সাহা 
PLV Duty Roaster July 2024