Alternative Dispute Resolution (ADR) Centre, District Court Complex, Balurghat, 733101
Search This Blog
Thursday, June 13, 2024
আইনি সচেতনতা শিবির 13/06/24 পারুল পারভীন ও আজিজার রহমান
13/06/24 তারিখে সময় সকাল ৯ টায় কুশমোন্ডী ব্লকের PHE More টিউশন সেন্টারে একটি আইনি সচেতনতা শিবির করা হয়। বিষয় পরিযায়ী শ্রমিক, শিশু শ্রমিক, নারী নির্যাতন বাল্য বিবাহ নিয়ে আলোচনা করা হয়। আয়োজক পি এল ভি পারুল পারভীন ও আজিজার রহমান।