অদ্য ইং 18/05/24 তারিখে কুশমণ্ডি ব্লকের ডিকুল অঞ্চল এলাকার নাবালিকা পুজা রায় নামের একটি মেয়ে , অত্র ব্লকের চেওড়া গ্রামের কোমোলেস নামে একটি ছেলের বাড়ীতে চলে আসে। উক্ত খবর পেয়ে পুলিশ ও ব্লক প্রশাসন এবং ডিএলএস এ এর পক্ষে পিএল ভি আজিজার রহমান। ঘটনাস্থলে গিয়ে মেয়ের কাগজ পত্র দেখে জানা যায় যে, মেয়েটির বয়স ১৮ বৎসর পূর্ন।