আজ ইংরেজি 17 5 2024 তারিখে বালুঘাট থানায় এলাকায় ডেইলি লেবারদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির এর আয়োজন করা হয়েছিল। উক্ত শিবিরে আলোচ্য বিষয় ছিল পরিযায়ী শ্রমিক , নারী পাচার, শিশু শ্রমিক, বাল্যবিবাহ ও জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের মাধ্যমে বিভিন্ন সুযোগ-সুবিধা সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত শিবিরে উপস্থিত পি এল ভি অরূপ কুমার সরকার, ও গৌড় নিতাই হালদার।