Search This Blog

Tuesday, May 7, 2024

Child Rescue

7.05.2024 তারিখে বিকেল সাড়ে পাঁচটায় পতিরাম থানার এসআই চাইল্ড লাইনএবং ডিএলএস এর পক্ষ থেকে যুথিকা বর্মন 
একটি মা হারা শিশুকে হোমে রাখার ব্যবস্থা করা হয়। শিশুটিকে দেখাশোনা করার মতো কেউ নেই বাবা লোকের বাড়িতে কাজ করে মা বিগত ২-৩ বছর হল মারা গেছে ঠাকুমা রিসেন্ট মাস দুয়েক হলো মারা গেছে তারপর থেকে বাচ্চাটা একা থাকে তার দেখাশোনা করার মতো কেউ নেই খবর পেয়ে আমরা বাচ্চাটাকে ব্যবস্থা করে। ঠিকানা::

শিশুটির নাম: অভি বাস্কে (৯ বছর)
বাবার নাম ::বাবলু বস্কে
মা :মৃত অঞ্জলি মুর্মু 
গ্রাম: বাদ খোরনা(রায় পাড়া)
পোস্ট :নাজিরপুর 
থানা :বালুরঘাট 
জেলা :দক্ষিন দিনাজপুর