আজ ইংরেজি 27/5/2024 তারিখে নাজিরপুর ডিপিতে সমস্ত মেম্বারদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয়েছিল। উক্ত শিবিরে শিশু শ্রমিক, পরিযায়ী শ্রমিক, নারী পাচার, বাল্যবিবাহ, ও দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের বিভিন্ন পরিষেবা সম্পর্কে আলোচনা করা হলো বর্তমান সময়ে মিডিয়েশন সেশন চলছে তার বিষয়েও আলোচনা করা হয়। এই প্রথম সমস্ত জিপির মেম্বারদের নিয়ে আমাদের অফিস এসে আমাদের কার্য কারিতা বিষয়ে আলোচনা করা হয়।
PLV :- Juthika Barman
Dipa Das