1লা মে দিবস উপলক্ষে জুট শ্রমিকদের নিয়ে একটি আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হলো।স্থান দশমাইল। বালুরঘাট ব্লক।বাল্য বিবাহের কুফল ও তার প্রতিকার, মানব পাচারকারীর খপ্পরে না পড়া , শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, সমাজ কল্যানে জেলা আইনি পরিসেবা কতৃপক্ষের ভুমিকা, এবং লোক আদালতে কিকি আইনি সুবিধা পাওয়া যায় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হলো।আয়োজক পি এল ভি সোমা পাল সাহা , সুপ্রিয় সরকার,পুজ�